বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন কর্মশালা আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফুলতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।
উদ্বোধন অনুষ্ঠানে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। স্বাগত জানান খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক গাজী জাকির হোসেন।
বক্তারা শিশু ও নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং শিশুশ্রম, নারী নির্যাতন, বাল্যবিবাহ বন্ধ করাসহ স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন বিষয়ে জনসাধারণের মাঝে আরও প্রচার কাজ চালানোর আহবান জানান।
দ্বিতীয় সেশনে পরিবেশ, শিশু ও নারী এবং কোভিড-১৯ এর ওপর ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং মা ও শিশু স্বাস্থ্যর ওপর ধারণাপত্র উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার দেওয়ান।
উ ল্লেখ্য, খুলনা জেলা তথ্য অফিস কোভিড-১৯ এর কার্যক্রমের আওতায় উঠান বৈঠক ও সংঙ্গীতানুষ্ঠান বাস্তবায়ন করে যাচ্ছে। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য (নারী পুরুষ), প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ইমাম. পুরোহিত, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply