বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
বাগাতিপাড়া (নাটোর) থেকে মোঃ রাজিবুল ইসলাম বাবুঃ ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর মধ্যদিয়ে এর উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খাদেমুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুজ্জামান প্রমুখ।
প্রসঙ্গত, রবিবার (০৫ অক্টবর) উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৬শ জন শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫ ৯ মাস বয়সী ১৫ হাজার ৯২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply