মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ মন্ত্রণালয়কে ঢেলে সাজিয়েছেন। বাংলাদেশ রেলওয়ে এখন আগের অবস্থানে নেই। রেলের সকল সেক্টরে অকল্পনীয় পরিবর্তন ও উন্নয়ন হয়েছে। নিয়োগবিধি সংশোধনসহ রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩০ শতাংশ পোষ্য কোঠা রাখার ও ব্যবস্থা রাখা হচ্ছে।
রেলপথ মন্ত্রী আজ বুধবার (০৭ অক্টোবর) চট্টগ্রামে রেলওয়ের পাহাড়তলিস্থ প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রেকের কার্যালয় এবং নতুন আমদানিকৃত ১০ টি এমজি ডিজেল লোকোমেটিভ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ সামসুজ্জামান, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক রুহুল কাদের আজাদ উপস্থিত ছিলেন।
মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, রেলে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থায় কাজ চলছে। রেল কর্মচারীদের জন্য ভবন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ জন্য রেল পরিবারের সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
ঘুষ দিয়ে কারও চাকরি নিতে হবে না উল্লেখ্ করে রেল মন্ত্রী বলেন, আগামী কয়েক মাসের মধ্যে নিয়োগবিধির কাজ শেষ করে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। জনবল কাঠামো বৃদ্ধি করে রেলকে আরো যুগোপোযোগী করা হবে বলে উল্লেখ করেন রেলমন্ত্রী।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply