মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) থেকে অলি আহম্মেদঃ বরগুনার বেতাগীতে মা ইলিশ সংরক্ষনে সেচ্ছাসেবকদের উদ্বুদ্ধকরণ সভা ও মা ইলিশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
মৎস্য অধিদপ্তর বাংলাদেশের সহযোগিতায় ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুহৃদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেতাগী পৌর সভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু।
উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মোস্তফা- আল- রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বেতাগী প্রেসক্লাব আহবায়ক মোঃ সাইদুল ইসলাম মন্টু, বেতাগী থানা তদন্ত অফিসার মোঃ ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রব শুক্কুর, নওয়াব হোসেন নয়ন, সেচ্ছাসেবক আব্দুর রব ও শহীদুল ইসলাম হিরু। পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা নুরুল আমীন ও গীতা পাঠ করেন, সঞ্জয় হালাদার।
এসসয় মা ইলিশ সংরক্ষণে অংশগ্রহন কারী ৩৫ জন সেচ্ছাসেবকের মাঝে পরিচয়পত্র, ড্রেস, লাইট, বাঁশি বিতরণ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply