বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ “মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর জেলা পুলিশের আয়োজনে শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে জনসাধারণের সাথে কমিউনিটি পুলিশিং বিষয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১.০০ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর জেলা পুলিশসুপার শামসুন্নাহার পিপিএম ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেনের সভাপতিত্বে, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি,বিশেষ অতিথি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ শামসুল আলম প্রধান ,উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী, কালিয়াকৈর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মামুন, শ্রীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান, পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর হিমু, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং শাখার সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফকির, সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর দিপু প্রমুখ।
প্রধান অতিথি ইয়াবা, জুয়া, মদ,গাঁজা, ইভটিজিং বাল্য বিবাহ, ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং গাজীপুর জেলা কমিউনিটি পুলিশের শ্রেষ্ঠ সদস্য শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী ও গাজীপুর জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে কালীগঞ্জ থানার এস আই সাকিব হাসান এর হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক বিক্রেতা ও জঙ্গিবাদের প্রতিকার বাংলাদেশে পুলিশের অঙ্গীকার, পুলিশ জনগণের শত্রু নয়, প্রকৃতপক্ষে পুলিশ হলো জনগণের বন্ধু। জনসাধারন যদি সঠিকভাবে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা না করে তাহলে সমাজ থেকে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মুল করা সম্ভব নয়। আপনাদের চার পাশে যে অপরাধ মূলক কর্মকান্ড হচ্ছে তা সঠিকভাবে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। পুলিশ আপনাদের সাথে আছে এবং থাকবে অপরাধ নির্মুলে সব রকম চেষ্টা চালিয়ে যাবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply