বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে কবিরপুরের তেলাবাড়ী বাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২ কিঃমিঃ অবৈধ গ্যাস সংযোগসহ ব্যবহৃত নিম্নমানের পাইপ ও রাইজার জদ্বসহ এবং গ্যাসের বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় পনের’শ বসতবাড়ীর অবৈধ গ্যাস সংযোগসহ গ্যাস বিলের বকেয়া জনিত কারণে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, নিম্নমানের পাইপ ব্যবহার করে অবৈধভাবে বসতবাড়ীতে গ্যাস সংযোগ দিয়েছে। এগুলো আমরা বিচ্ছিন্নসহ নিম্নমানের পাইপ উচ্ছেৎ করেছি। তিনি আরও বলেন, যারা এ অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।
অভিযান চলাকালে এসময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক সুমন দাস, সহ-প্রকৌশলী নাজমুল হাসান নয়ন, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নানসহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।
এছাড়া অভিযান পরিচালনায় সময় যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply