মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
নলডাঙ্গা (নাটোর) থেকে রানা আহমেদঃ যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, নারী-শিশু পাচার ও ধর্ষণ প্রতিরোধে নাটোরের নলডাঙ্গায় গ্রামীন নারীদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে। বৃস্পতিবার বিকালে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অথিতির বক্তব্য রাখেন,নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রন্তা আহমেদ।
অন্যন্যাদের মধ্যে আরোও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী ভুমি কমিশনার তাসমিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর রহমান, ব্রক্ষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, করোনা ভাইরাস নিয়ে সচেতন হওয়ার পাশাপাশি বাল্য বিবাহ রোধ, নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সবাই কে সোচ্চর হওয়ার আহবান জানিয়ে নিজের সন্তানরা যাতে অপরাধী হয়ে না ওঠে সে জন্য পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সরকার নারী নির্যাতন কঠোর হচ্ছে দমন করার জন্য ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের আইন পাশ করেছে। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা ঘটলে ৯৯৯,১০৯ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করেন বক্তারা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply