বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ রাঙ্গুনিয়া পৌরসভায় এ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি আজ ২৮ নভেম্বর পৌর অডিটোরিয়াম উদ্বোধন করেন।
পৌর অডিটোরিয়াম উদ্ধোধন অনুষ্ঠানে রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। এসময় বিশিষ্ট সমাজসেবক এরশাদ মাহমুদ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুর রশিদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, পৌরসভা আওয়ামী লীগ নেতা আসলাম খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াত অনুসারী এ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের মত মানুষদের সঙ্গী করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ৮১ সালে শেখ হাসিনা দেশে এসে তাদের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। জিয়া এরশাদের দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেন। এরপর ৯৬ সালে ক্ষমতায় গিয়ে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার কাজ শুরু করেন।
সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি আজ ২৮ নভেম্বর শনিবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার এ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের চলমান নানা উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আরো বলেন, হত দরিদ্র দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছেন। সারাদেশ ঐক্যবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে। করোনার কারণে যেখানে গোটা পৃথিবীর অর্থনীতি ক্ষতিগ্রস্ত সেখানে আমাদের অর্থনীতির অগ্রগতি অব্যহত আছে।
এই অগ্রগতি ধরে রাখতে এলজিআরডি মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply