মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরের শ্রীপুরে ডিজিএফআই এর স্টাফ পরিচয়ে শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে লোহাগাছ সাতরাস্তা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত যুবকের নাম সোহেল রানা রাকিব(৩৬)। সে মাগুরার সদর উপজেলার বামনখালী গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এস আই) রফিকুল ইসলাম জানান, ওই যুবক শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে টাকা নিত। শনিবার দুপুর বারটার দিকে স্থানীয় লোকদের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে ও তার পরিচয় জানতে চায়। পরে ওই ব্যক্তি তার কোনো বৈধ পরিচয় দিতে না পারলে থানা পুলিশকে খবর দেয়া হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply