মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
বাগাতিপাড়া (নাটোর) থেকে রাজিবুল ইসলাম বাবুঃ শীতের আগমনের সাথে তাপামাত্রা কমে আসছে। এ পরিস্থিতিতে রাতে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। শীতের প্রকোপের কারণে যারা গ্রামে বসবাস করেন, বিশেষ করে প্রবীণ, তাঁদের বেশ সমস্যা পোহাতে হচ্ছে।
এ পরিস্থিতিতে, শুক্রবার (১৫-১-২০২১ইং) বিকেল ৫ ঘটিকায় নাটোরের বাগাতিপাড়ায় উপজেলায় ২ নং জামনগর ইউনিয়নে কৃষি ব্যাংকের সংলগ্নে অসহায় শীতার্ত দরিদ্রদের মাঝে বাঁধনে জামনগর সংস্থা একশত পঞ্চাশ পিচ কম্বল বিতরণ করেন। আজকের এই উদ্দেশ্যকে সফল করতে গত বেশ কিছুদিন থেকেই কাজ শুরু করে বাঁধনে জামনগর।
এবং সম্প্রতি সীমিত পরিসরে কম্বল বিতরণের আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মুকিম উদ্দিন, সভাপতি বাঁধনে জামনগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোমিনুজ্জামান সোহাগ সহ সভাপতি, বাঁধনে জামনগর, মোঃ মশিউর রহমান সাধারণ সম্পাদক বাঁধনে জামনগর, মোঃ সাইদুজ্জামান মিন্টু, মিজানুর রহমান, শামিমুজ্জামান শামিম, মুশফিকুর রহমান, রবিউল ইসলাম, আবু তালেব,মহুরুল ইসলাম, মুঞ্জরুল ইসলাম মিন্টু, আরিফুর জামান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে বাঁধনে জামনগরের সভাপতি বলেন, এখন শীতের সময়। ঢাকার মতো অন্যান্য বড় শহরের তুলনায় বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় শীতের তীব্রতা বেশি।
এসব গ্রামীণ এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতকাল বেশ পীড়াদায়ক। কারণ, শীত নিবারণের জন্য তাদের প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাব রয়েছে।
আমরা বিগত দিন থেকে অসহায় দরিদ্রদের পাশে থেকেছি, করোনা ভাইরাস সংক্রমণের সময় মাস্ক বিতরণ, হত দরিদ্রদের শুকনো খাবার দেয়া থেকে শুরু করে সমাজের ভালো কাজের জন্য এই বাঁধনে জামনগর সব সময় থেকেছে এবং থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা জেন অসহায় দরিদ্রদের সেবা করতে পারি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply