রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরের শ্রীপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী সভায় সভাপত্বিত করেন ।
সভায় উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, সহকারী কমিশনার ফারজানা নাসরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আল-মামুন, শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সারোয়ারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে সদ্য প্রয়াত বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply