বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) থেকে অলি আহম্মেদঃ গ্রাম বাংলায় একটি প্রচলিত প্রবাদ-“মাঘের শীতে বাঘও কাপে” এমনই এক হাড় কাপানো ঠান্ডা নিয়ে গত এক সপ্তাহ যাবৎ উপকুলীয় জনপদ বরগুনার বেতাগীতে স্বরূপে বিস্তার করেছে ছয় ঋতুর মধ্যে অন্যতম বৈচিত্রময় ঋতু শীতকাল। যদিও ঋতু ভেদে পৌষ-মাঘ দুই মাস শীতকাল। তবে এ বছর অগ্রহায়নের শেষের দিকে হঠাৎ এখানে শুরু হয় শীতের আমেজ কিন্তু পৌষের মাঝামাঝি এসে উধাও হও শীত, হঠাৎ বইতে শুরু করে গ্রীষ্ম কালীন আবহাওয়া। বৈচিত্রময় আবহাওয়ার পালাক্রমে নানা নাটকীয়তার পর মাঘের প্রথম থেকেই কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসের তীব্রতায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঠান্ডার প্রকোপবৃদ্ধি ও ঘন কুয়াশার চাঁদরে ছেয়ে যায় চার দিক। মাঠে-ঘাটে সবুজ ঘাশের উপর মুক্ত দানার মতো শিশির বিন্দু শীতের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। পৌর শহরের বিভিন্ন দোকানগুলোতে ও ফুটপাতে শীত নিবারনে জন্য মধ্য ও নিম্ন আয়ের মানুষদের দেখা গেছে গরম কাপড়ের দোকানে ভিড় করতে দেখা গেছে। শীত বৃদ্ধির কারণে সবচেয়ে দুর্ভোাগে পড়ছে সমাজের অসহায় নারী, প্রতিবন্ধী, গরীব দুস্থ. এতীম ও ছিন্নমুল মানুষ। আশার কথা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইতোমধ্যে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তবে স্থানীয় একাধিক ভুক্তভোগিরা অভিযোগ করেন, চাহিদার তুলনায় তা যথেষ্ঠ নয়। ফুটপাতের একাধিক পুরানো পোশাক বিক্রেতারা জানান, শীতের মাত্রা বেড়ে যাওয়ায় আগের চেয়ে শীতের পোশাক বিক্রি বেড়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে সর্দি, জ্বর, কাশি ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেশি দেখা গেছে। যাদের মধ্যে বেশির ভাগই শিশু, বয়স্ক ও নারী। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাং তেন মং জানান।
এদিকে উপজেল প্রানী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গবাদি পশুকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে তাদের গায়ে চটের বস্তা জড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। সাথে সাথে স্বাস্থ্যকর পরিবেশের দিকে লক্ষ্য রেখে গবাদি পশুকে লালন-পালনের উপর সংশ্লিষ্টরা গুরাত্বারোপ করেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply