বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধকালীন কমান্ডার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক দুই বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফটিক মাস্টারের ১ম মৃত্যু বার্ষিকী গত শনিবার ২৭ ফ্রেরুয়ারি বিকাল ৪টায় অনুিষ্ঠত হয়েছে।
উপজেলার গোবিন্দপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফটিক মাস্টার স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মরহুমের ছোট ভাই আজিজুর রহমান লিলু।
সভায় প্রধান অতিথি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফটিক মাস্টার ছিলেন আমার স্কুল জীবনের শিক্ষক। আমি এই নেতার হাত ধরে রাজনীতিতে এসেছি। ফটিক স্যার আমার রাজনৈতিক গুরু। দেশের এই সূর্য সন্তানকে শিবপুরের নেতাকর্মীরা আজীবন শ্রদ্ধার সাথে মনে রাখবে।
সভায় আরোও বক্তব্য রাখেন, মোহর পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোতালিব খান, মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ.কে নাসিম আহম্মেদ হিরণ, উপজেলা যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম তাজুল, সাধারন সম্পাদক শেখ কামাল, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানাসহ উপজেলার পৌরসভা, ইউনিয়ন, আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply