মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
নলডাঙ্গা (নাটোর) থেকে রানা আহমেদঃ মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় ব্যাতিক্রম উদ্দ্যেগ নিয়েছে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।একদিনে ২ হাজার ৬০০ টি কপি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ তুলে দিলেন কমলমতি শিক্ষার্থীদের হাতে। বঙ্গবন্ধুকে জানতে বইটি অন্যতম সহায়ক হবে বলে উচ্ছাছিত শিক্ষার্থী ও অবিভাবকরা। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আর্দশ ছড়িয়ে দিতে মুজিব জন্মশতবার্ষিকীতে এ আয়োজন।
১৭ মার্চ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর মোঃ হুমায়ন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ।
পরে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রম আয়োজনে অংশ নেয় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৬০০ জন শিক্ষার্থী।নাটোর-নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের উদ্দ্যেগে আড়াই হাজার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে ঘোষণা দেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ল্যাপটপ ও ট্যাব পুরুস্কার দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply