বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
মধুপুর (টাঙ্গাইল) থেকে আঃ হামিদঃ টাঙ্গাইলের মধুপুরে কৃষি-সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় ৫০℅ ভর্তুকি মূল্যে টাঙ্গাইলের মধুপুরে মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে তালিকা ভুক্ত কৃষকদের নিকট কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে করোনার পাদুর্ভাব বৃদ্ধির কারনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামিমা ইয়াসমিন এর সভাপতিত্বে কৃষিবিদ মাহমুদুল হাসান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, পৌরমেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইয়াকুব আলী, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতালেব হোসেন, আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং করোনা মহামারির কারনে সীমিত পরিসরে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার কৃষকগণ।
কৃষি মন্ত্রী বলেন- মধুপুরের মাটিতে সকল ফসলই উৎপাদন হয় যা অন্য কোথাও দেখা যায় না। আমাদের গর্ব আনারস মধুপুরের মতো এতো সুস্বাদু ও বড় দেশের আর কোথাও আবাদ হয়না। আমাদের মধুপুরের এই ঐতিহ্য ধরে রাখতে হবে। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও বলেন আমরা যে ভাবে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করেছি ঠিক একই ভাবে হেফাজতের নামে দেশে যারা জ্বালাও পুড়াও করছে সরকারি সম্পদ নষ্ট করছে আমরা সম্বলিত ভাবে তাদেরকে প্রতিহত করবো।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে ২টি ধান কাটার হারভাস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু ও পৌর মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply