বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ কঠোর লকডাউনে দোকান খোলার রাখার অপরাধে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বিভিন্ন শপিংমলে ব্যবসায়ীদের অর্থদন্ড ও তা আদায় করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী অভিযান পরিচালনা করেন।
ইউএনও জানান, লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় হাজী মালেক মাস্টার কমপ্লেক্সের রহিমা কসমেটিকস এন্ড ক্রোকারীজ শপকে ৫ হাজার টাকা, আটটি বিপণী বিতানের প্রত্যেকটিকে ১ হাজার ও একটি দোকানকে ৫’শ টাকাসহ মোট ১৩ হাজার ৫’শ টাকা আর্থিক দন্ড ও তা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।
এসময় শ্রীপুর থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান, আনসার সদস্য, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক সাইফুল আলম সুমনসহ প্রশাসনের অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply