মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরে চুরি করে পালানোর সময় মোটর সাইকেল চোর চক্রের এক সদস্য আরাফাত হোসেনকে (১৮)কে আটক করেছে জিএমপির সদর থানা পুলিশ । এ সময় দুইটি চোরাই মোটর সাইকেলও জব্দ করেছে পুলিশ। শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত আরাফাত হোসেন (১৮) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আনোয়ার হোসেনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহষ্পতিবার (৬ মে) রাতে মোটর সাইকেল চোর চক্রের চারজন সদস্য গাজীপুর হতে মোটর সাইকেল চুরি করে নিয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পুলিশ তাদের সিগন্যাল দিলে তারা মোটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক এবং দুইটি চোরাই মোটর সাইকেল জব্দ করে। জব্দকৃত মোটর সাইকেলের মধ্যে একটি গাজীপুরের কোনাবাড়ি এলাকা হতে চুরি করে তারা। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply