মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২নং সিএন্ডবি এলাকায় বস্তাভর্তি ৫টি মানব কঙ্কাল পাওয়া গেছে । সোমবার (২৮ জুন) সকালে পড়ে থাকা বস্তা খুলে কঙ্কালগুলো দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে চুরি করে নেওয়ার সময় কঙ্কাল গুলো ফেলে রেখে পালিয়ে গেছে চোর ।
স্থানীয়রা জানান, ওই এলাকার পারিবারিক একটি গোরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়া হয়। সেখান থেকে চোরেরা কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ২শ মিটার দুরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশের একটি গোরস্থানে এগুলো বস্তাভর্তি অবস্থায় ফেলে যায়। সোমবার সকালে গোরস্থানে বস্তা পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে কঙ্কাল দেখতে পান স্থানীয়রা।
ওই এলাকার নূরুল ইসলাম মিস্টার জানান, যে গোরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে সেখানে মাহাম্মদ,আঃ গফুর খাঁ, ছিরফত খাঁ, মেহেরুনেছা, হাসেম খাঁ, জয়নব বিবির কবর রয়েছে। বস্তাভর্তি কঙ্কাল পাওয়ার পর আশপাশের গোরস্থানগুলোতে খোঁজ নেওয়া হয়। পরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার অদূরে পারিবারিক গোরস্থানে পাঁচটি কবর খোঁড়া থাকতে দেখা যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply