বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
বীরগঞ্জ (দিনাজপুর) থেকে হাসান জুয়েলঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীর মৎস্য অভয়াশ্রমে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী দুইটি জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
গত শুক্রবার বিকেলে মৎস্য আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, ক্ষেত্র সহকারী মো: মোমিনুল ইসলাম, সুব্রত রায়, অফিস সহকারী তপন কুমার রায়, অফিস সহায়ক মো. জহিরুল ইসলাম সহ ১১টি ইউনিয়নের মাঠ পর্যায়ে কর্মরত লিফগণ এ অভিযানে অংশ নেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় জানান, চায়না দুয়ারী জাল দিয়ে বিভিন্নজাতের ডিমওয়ালা ও পোনামাছ নির্বিচারে ধরার অপরাধে ওই জালগুলো উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালের মালিককে না পাওয়ায় মামলা দায়ের কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি। নদ-নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযানে অব্যাহত থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply