বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা পলাশবাড়ী, লায়ন্স ক্লাব অব ঢাকা লাক্ষীপুর এবং লিও ক্লাব অব ঢাকা পলাশবাড়ীর উদ্যোগে “অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২১” পালন করা হয়।
আজ শনিবার (২ অক্টোবর) আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ পূর্ব ডেন্ডাবর এলাকায় জামিয়া ইসলামিয়া সুমন মন্ডল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর জেলা গভর্ণর এ উপস্থিতে প্রথমে কুরআন তেলওয়াত ও লায়ন সদস্যদের শপথবাক্য পাঠ করান। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজসেবক লায়ন ডাঃ আসাদউল্লাহ আহম্মেদ (এমজেএফ) এবং সার্বিক পরিচালনায় ছিলেন লায়ন মোঃ রেফাতউল্লাহ বিশিষ্ট্য সমাজসেবক ও চার্টাড প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা পলাশবাড়ী (ডিস্ট্রিক ৩১৫-এ১ বাংলাদেশ)।
লায়ন্স ক্লাব অব ঢাকা পলাশবাড়ী, ডিস্ট্রিক ৩১৫-এ১ এর পাষ্ট প্রেসিডেন্ট লায়ন ডাঃ দিলকুশা আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ এমজিএফ (ডিস্ট্রিক গভর্ণর, ডিস্ট্রিক ৩১৫-এ১ বাংলাদেশ), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন নজরুল ইসলাম সিকদার আইএমএম (পাষ্ট ডিস্ট্রিক গভর্ণর, ডিস্ট্রিক ৩১৫-এ১ বাংলাদেশ) এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লায়ন ইঞ্জিঃ মোঃ মোস্তফা কামাল পিএমজিএফ (১ম ভাইস ডিস্ট্রিক গভর্ণর, ডিস্ট্রিক ৩১৫-এ১ বাংলাদেশ) এবং লায়ন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন (২য় ভাইস ডিস্ট্রিক গভর্ণর, ডিস্ট্রিক ৩১৫-এ১ বাংলাদেশ)।
এসময় আরোও উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা পলাশবাড়ী এর প্রেসিডেন্ট বিশিষ্ট্য সমাজসেবক লায়ন মোঃ আসলামুল আলম (ফিরোজ), সেক্রেটারী কাজী মোঃ মাহবুবুল হক, লায়ন মোঃ আনোয়ার হোসেন (জোন চেয়ারপার্সন ক্লাবস), লায়ন মোঃ মহসিন ও লিও ক্লাব অব ঢাকা পলাশবাড়ীর বিভ্ন্নি সদ্স্য বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সার্ভিসের মধ্যে অসহায়দের মাঝে প্রাথমিক বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা, খাবার বিতরণ, গরীব ও অসহায়দের মাঝে সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ এবং পরিশেষে বৃক্ষ রোপণ কর্মসূর্চির মধ্য দিয়ে “অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২১” সমাপ্তি ঘোষনা করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply