মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
আশুলিয়া থেকে আবুল কাশেমঃ ঢাকার নিকটবর্তী আশুলিয়ার উত্তর জামগড়া এলাকায় প্রায় এক কিঃমিঃ ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ লাইনে ব্যবহৃত নিম্মামানের পাইপ জব্দ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার (১৭ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এ অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, জনগণের যানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির রক্ষার্থে আমরা এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান পরিচালনা করেছি। এতে প্রায় পাঁচশত বসতবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । সেই সাথে যারা গ্যাস বিল বকেয়া রেখেছেন তাদেরকে দ্রুত বিল দেওয়ার তাকিদ দেওয়া হচ্ছে।
অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান,, উপ-ব্যবস্থাপক সুমন দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া অভিযানে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply