বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। ১৭ই মার্চ ১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’। পরিবর্তীতে যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং ‘বঙ্গবন্ধু’। তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। ক্ষণজন্মা এই মহান পুরুষের বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয়।
বৃহস্পতিবার (১৭ই মার্চ ২০২২ইং) বিকেল ৫ ঘটিকায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে এবং আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে ও আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ মঈনুল ইসলাম ভূঁইয়ার সার্বিক সঞ্চালনায় বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালিত হয়। আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং পরিশেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালন করা হয়।
উক্ত জন্ম বার্ষিকীতে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমিন সরকার, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ঈসমাইল হোসেন বকুল ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন), ইয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আমজাদ পালোয়ান, ইয়ারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ পালোয়ান, মোঃ রাসেল কমেন্ডার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ সদস্য, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply