বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। স্বাধীনতার ৫২তম বার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
২৬ মার্চ ২০২২ইং শনিবার সকাল প্রায় ৭ ঘটিকায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ফুল দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। এসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত সংগঠনের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ৯ মাস সশস্ত্র যুদ্ধ ও ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে পাকিস্তানি পরাধীনতা থেকে বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে আরো মহিমান্বিত করেছে। ৯ মাসের যুদ্ধে এত বেশি মানুষ হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply