বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ নরসিংদীর শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর আয়োজনে শিবপুর উপজেলার ৫ শতাদিক তরুণ ও যুবক এক হয়ে ‘বন্ধন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলা অডিটরিয়ামে উপজেলার ২০ জন এতিম শিশুদের মাঝে বস্ত্র বিতরন, খাবার বিতরন করা হয়েছে।
এ ছাড়াও স্থানীয় এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, রাজনৈতিক নেতা, শিবপুর প্রসক্লাব, সাংস্কৃতিক নেতাসহ উপজেলার ১৫টি সামাজিক সংগঠনকে সন্মাননা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল ফজল মীর। বিশেষ বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মাহফুজুর রহমান খাঁন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক আল আমিন রহমান।
শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের মিলন মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আছলাম ভূঁইয়া ও সদস্য মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজসহ সংগঠনের সকল নেতকর্মী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জহিরুল হক ভূঞা মোহন এমপি বলেন, শিবপুরে একজন মানবিক নেতার বড় প্রয়োজন। আমরা সবাই নেতা হতে চাই, টাকা দিয়ে এমপি হতে চাই। আমি মানবিক কাজে আমার সাধ্যমতে সহযোগিতা করে যাচ্ছি। এতে আমি কোন দল দেখি না, মানবিক কাজে মানুষের পাশে থাকি।
উপজেলা সকল সংগঠনের নেতাদেরকে এমপি মোহন আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক দুর এগিয়ে গিয়েছে। আমি আশা রাখি মানবিক মূল্যবোধ থেকে সমাজরে অসহায় লোকেদের পাশে আগামী দিনে পিছিয়ে পরা মানুষের পাশে সহয়োগিতার হাত বাড়িয়ে দিবে সেই প্রত্যাশা করি। সন্ধ্যায় নরসিংদীর সেরা ব্যান্ড সংগীত শিল্পী ও স্থানীয় শিল্পীদের নিয়ে রাত ৮টা পর্যন্ত গান পরিবেশিত হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply