মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
বীরগঞ্জ (দিনাজপুর) থেকে হাসান জুয়েলঃ দিনাজপুরের বীরগঞ্জে আনন্দ ঘন পরিবেশে বৈচিত্রপূর্ণ কার্যক্রমের মাধ্যমে শিশুদের দক্ষতার মান যাচাই সহ নানা আয়োজনের মাধ্যমে কাব হলিডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর (শনিবার) উপজেলার নিজপাড়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরগঞ্জ উপজেলা স্কাউটস এর আয়োজনে দিনব্যাপী উক্ত কাব হলিডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ২৩১ টি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রায় ১২০০ কাব শিশুর উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা স্কাউট এর সম্পাদক মাধব চন্দ্র রায়, সাবেক সম্পাদক গোবিন্দ চন্দ্র রায়, কমিশনার আহসান হাবিব (লাবু),কাব লিডার ইসমত আরা, স্কাউট লিডার লায়লা আফরিন জাহান প্রমুখ।
দিনব্যাপী এই ক্যাম্প টি সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে নিরলস ভাবে কাজ করে। পরিশেষে ক্যাম্পে অংশ গ্রহনকারী কাব, ইউনিট লিডার, কর্মকতা, স্বেচ্ছাসেবকদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply