মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) থেকে অলি আহম্মেদঃ বরগুনার বেতাগীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেতাগী সরকারি কলেজে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের বাস্তবায়নে তরুণ কল্যাণ যুব পরিষদের আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম স্থানীয় শাখার সহযোগিতায় সোমবার (২৬ ডিসেম্বর ) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা চক্ষুরোগী মোসাঃ মেরি বেগম, মোঃ ফারুক, আলেয়া বেগম, মোস্তফা গাজী ও আব্দুস সত্তার তাদের প্রতিক্রিয়ায় বলেন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে তাঁরা দারুণ খুশি।
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, বেতাগী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজনে)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু ও বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন খান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম ও বেতাগী উপজেলা শাখার সদস্য মোঃ জিদনী। এ সময় সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ রিয়াজুল করিম, মোঃ ইমন হাওলাদার, শুভ শীল, মো: শাওন, বনি আমিন ও প্রসনজিৎ বিশ্বাস।
তরুণ কল্যাণ যুব পরিষদের সভাপতি অলি আহম্মেদ জানান, এ সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, চোখে ছানী পরা রোগীদের কম খরচে এবং মোট ২০১ জন গরীব অসহায়দের সম্পূর্ণ ফ্রী অপারেশনের ব্যবস্থা করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply