বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় পর্যায়ে বৈধ পথে বিদেশ যাত্রাকে উৎসাহিত করা এবং মানব পাচার রোধ করার লক্ষ্যে আজ রবিবার (২৯ জানুয়ারি ২৩খ্রিঃ) দুপুরে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে নিরাপদ অভিবাসন ও সফল পুনরেকত্রীকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আশুলিয়া প্রেসের ক্লাবের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসাইন (জয়) এর সভাপতিত্বে ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্রের উদ্যেগে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সম্বাভ্য ও বিদেশ ফেরত অভীবাসীদের জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের বিভিন্ন সেবা সম্পর্কে সকলকে অবহিত করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার প্রতি উপজেলা হতে ১০০০ জন দক্ষ জনশক্তি গড়ে তোলার ঘোষনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় বিভিন্ন উপজেলা পর্যায়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করে বিভিন্ন ট্রেডে স্বল্প খরচে প্রশিক্ষন প্রদান করছে। ৯৮টি টিটিসির মাধ্যমে বর্তমানে বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। এজাড়াও বিদেশ ফেরত অভিবাসীদের দক্ষতা মূল্যায়নের জন্য রিকগনিশন অফ প্রাইওর লার্নিং সনদ প্রদানেরে উদ্যোগ গ্রহন করা হয়েছে।
বর্তমানে ১০০ টি শাখার মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক বিভিন্ন ধরনের লোন সেবা প্রদান করা হচ্ছে যার মধ্যে অভিবাসন লোন, পুর্নবাসন লোন, বঙ্গবন্ধু বৃহৎ পরিবার লোন উল্লেখযোগ্য। এজাড়া অভিবাসীদের কল্যাণের জন্য সার্বক্ষনিক কাজ করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। মৃত্যুজনিত আর্থিক অনুদান, চিকিৎসাজনিত আর্থিক অনুদান, প্রবাসীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও প্রবাসীর প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতিবন্ধী ভাতা, নিজখরচে মৃত অভিবাসীর মৃতদেহ দেশে আনা, সেইফহোমের মাধ্যমে বিদেশে নারী কর্মীদের সহায়তাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। প্রবাসীদের বিদেশ যাত্রাকে সহজ করতে এয়ার পোটের পাশে “বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার” নামে আবাসিক থাকার ব্যবন্থা করেছে।
স্থানীয় সাংবাদিকবৃন্দেও সহায়তায় ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অর্ন্তভুক্ত সাভার উপজেলায় অভিবাসনের সাথে সংশিষ্ট সঠিক তথ্য সাধারন জনগনের মাঝে পৌছে দেওয়ার উদ্দেশে এই সভার আয়োজন করা হয়।
এসময় সরকারের বিভিন্ন সেবা তুলে ধরেন অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সিলর রেহেনুমা শারমিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপসহকারী পরিচালক জনাব গোলাম মাওলা এবং স্থানীয় সংস্থা শীল্ডের নির্বাহী পরিচালক মাহাবুব আলম ফিরোজ এবং প্রোগ্রামটি আয়োজনে সার্বিক সহযোগীতা করে অভিবাসন নিয়ে কাজ করা স্থানীয় সংস্থা শীল্ড।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply