শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ শিল্পাঞ্চল আশুলিয়ার চারাবাগ এলাকায় প্রায় দুই কিলোমিটার ব্যাপী ছয় শতাধিক বাসতঃবাড়ির অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিস।
বুধবার (২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ) সকাল থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, রাতের আধারে একটি কুচক্রি মহল আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে আসছে। অভিযান চালিয়ে আমরা এইসব অবৈধ লাইন বিচ্ছিন্নসহ অবৈধ পাইপলাইন তুলে ফেলেছি, এতে প্রায় ছয়শত বসতঃবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং যারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে চার বাসাবাড়ি থেকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সাথে ছিলেন ঢাজা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক (অর্থ) আব্দুল মান্নানসহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply