বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
টাঙ্গাইল (মধুপুর) থেকে আঃ হামিদঃ টাঙ্গাইলের মধুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মধুপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর ইসলাম সাদিকসহ বিভিন্ন এলাকা থেকে আগত খামারিগণ উপস্থিত ছিলেন।
স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মাণে পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদের গুরুত্ব ও বৃদ্ধি করণে নানাদিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল।
এ প্রদর্শনীতে ৩২টি ষ্টলে উন্নত জাতের গবাদিপশু, সৌখিন প্রিয়পাখি, উন্নত জাতের ছাগল, হাস, মোরগ-মুরগি এবং নানান জাতের কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়। মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিলো বাহাদুর নামের বিশাল আকারের একটি ষাঁড় গরু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এলইও ডাঃ জাহিদুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন-এলএসপি নুরুল ইসলাম, মীর আমিমুল রাজী সাব্বির। বিকেলে স্টল পরিদর্শন শেষে প্রদর্শনীতে অংশ নেওয়া নানা ইভেন্টে শ্রেষ্ঠ খামারিদের পুরস্কৃত করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply