মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ সময় গড়িয়ে বিকেল তিনটা। চট্টগ্রামের বাংলাদেশ শিশু একাডেমিতে প্রবেশ করতেই চোখে পড়ে অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক। একাডেমি মিলনায়তনে বিভিন্ন বয়সী শিশুরা রং-তুলি ও ড্রইং বোর্ড নিয়ে প্রস্তুত। কিছুক্ষন পরেই শুরু হল চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতার সময় যতই গড়াচ্ছে রং-তুলির স্পর্শে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, বঙ্গবন্ধুর জন্মউৎসব ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রস্ফুটিত হচ্ছিল শিশুদের ক্যানভাসে।
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন চট্টগ্রামের ব্যবস্থাপনায় শিশু একাডেমি মিলনায়তনে আজ শিশু কিশোরদের উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় রচনা ও সঙ্গীত প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে শিশুদের শ্রেণিভিত্তিক দুটি বিভাগে রচনা প্রতিযোগিতা এবং শ্রেণিভিত্তিক তিনটি বিভাগে সঙ্গীত প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিকেল ৩টায় একই জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি প্রতিযোগিতায় মোট ২১০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।
জানা গেছে জাতির পিতার জীবন ও ধর্ম চর্চা, জাতির পিতার আদর্শ, ত্যাগ-সংগ্রাম শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে আজ বিষয় ভিত্তিক এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তারা জাতির পিতার জীবন থেকে দেশ-প্রেমের অনুপ্রেরণা পাবে।
সূত্রঃ পিআইডি, চট্রগ্রাম
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply