বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম বাচ্চুঃ যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লতিফা জান্নাতী। এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনুল হক (পিপিএম সেবা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল প্রমুখ।
আলোচনা শেষে স্থানীয় শিশু শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply