রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ নরসিংদীর শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাতশত রান্না করা খাবারের পেকেট পথচারী রোজাদারদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে শিবপুর কলেজ গেইট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, শিবপুর বাসস্ট্যান্ড,ও বানিয়াদী গোল চত্বরে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণে অংশগ্রহন করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মোতালিব খান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, শিবপুর উপজেলা মক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক বিপ্লব চক্রবর্তী, সদস্য সচিব অপু সরোয়ার খান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিবপুর পৌরসভা ও ৯টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে শিবপুর মক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব অপু সরোয়ার খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পরিপ্রেক্ষিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা রান্না করা খাবার তৈরী করে পথচারী রোজাদারদের মাঝে বিতরণ করি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply