বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম বাচ্চুঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ষাইট পাকিয়া মেসার্স আনযার ফিলিং ষ্টেশন সামনে রবিবার (০৭ মে) বিকাল ৪টার দিকে ঢাকা টু ভান্ডারিয়া গামী মিজান পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর কাত হয়ে মারাত্মক দূর্ঘটনা ঘটে। এতে ২০ জন আহত ও শরীর থেকে ১জনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহতদের মধ্যে থেকে আশংকাজনক ৪জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এই রিপোর্ট লেকা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায় নাই। খবর পেয়ে ঘটনাস্থলে ঝালকাঠির ফায়ার সার্ভিস ও নলছিটি পুলিশ টিম ছুটে যান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বাসের সুপারভাইজারের ১টি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় প্রতক্ষদর্শীসূত্রে জানা গেছে, বেপরোয়া গতির একটি হোন্ডাকে সেইভ করতে গিয়ে মিজান পরিবহনটি গাছের সাথে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে যায় এবং বাসটি দুমড়েমুচড়ে যায় ।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মুঃ আতাউর রহমান মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, “ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ষাইট পাকিয়া মেসার্স আনযার ফিলিং ষ্টেশন সামনে আজ বিকাল ৪টার দিকে ঢাকা টু ভান্ডারিয়া গামী মিজান পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর কাত হয়ে পড়ে দুর্ঘটনা ঘটে। এতে ১৫/২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্যে হাসপাতালে প্রেরণ করা হয়। রাস্তা ক্লিয়ার করে দেয়া হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে।”
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply