বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
মানিকগঞ্জ (সাটুরিয়া) থেকে মোঃ আবুবকর সিদ্দিকঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধলেশ্বরী নদীতে ডুবে এক কৃষক নিখোঁজ হয়েছে। নিখোঁজ কৃষক গোপালপুর বউ বাজার গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শাজাহান মিয়া (৪৫)। শনিবার (০৮ জুলাই) সকালে উপজেলার গোপালপুর রাজৈর খেয়াঘাটে নৌকায় থেকে পড়ে পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে এলাকাবাসী ও ডুবুরি দল কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে ও কৃষককে উদ্ধার করতে পারেনি।
স্থানীয় জনপ্রতিনিধি জানায়, শাজাহান মিয়া গরুর খাদ্যের জন্য ঘাস কাটতে সকালে নদীর ওপারে চরে যান। ঘাস কাঁটা শেষ করে সকাল ৯টার দিকে খেয়া পার হওয়ার সময় তিনি মাঝ নদীতে পরে যান। উজান থেকে আসা বন্যায় পানি নদীতে প্রবাহিত হওয়ার কারনে ধলেশ্বরী নদীতে প্রবল স্রোত থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
রাজৈর খেয়াঘাটের পাটনি মোঃ রুবেল মিয়া বলেন, সকালে রাজৈর ঘাট থেকে ওপারে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। ঘাস কাঁটা শেষ করে ঘাঁসের বুঝা মাথায় নিয়ে নৌকায় ওঠেন। খেয়া মাঝ নদীতে এলে প্রবল স্রোতের মুখে পরতে হয়। সে সময় নৌকা ঢেউয়ে ঢুলতে থাকলে নদীতে পরে যায় শাহাজান মিয়া। তাকে উদ্ধারের চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়। পরে ডুবুরিদল খরব দেওয়া হয়।
এ ব্যাপারে মানিকগঞ্জের আরিচা নৌ বন্দরের ফায়ার সার্ভিস এর ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ মজিবর রহমান জানান, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্ন ঘটছে। ধারণা করা হচ্ছে ওই কৃষক প্রবল স্রোতের কারণে অনেক দুরে ভেসে যেতে পারে। আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply