মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সাভারে প্রায় তিন হাজার মোটর সাইকেল ও তিনশ’ গাড়িসহ হাজার হাজার নেতাকর্মী নিয়ে সাভার-আশুলিয়ার প্রায় ৪০ কিলোমিটার মহাসড়কে নৌকার প্রত্যাশী একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে নিয়ে উক্ত শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।
শনিবার (১৪ অক্টোবর ২০২৩ইং) সকাল ১১টায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের হয়।এসময় ঢাকা-১৯ আসনের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার গাড়িবহরে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে সেখান থেকে শোভাযাত্রা নিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইমতিয়াজুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সি, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন আহম্মেদ ভূঁইয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল কাদের দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ আলী খান, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সহ কয়েক হাজার সমর্থক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply