মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা যখন প্রচার-প্রচারণায় ব্যবস্থ প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো সাভার-আশুলিয়া। ঠিক তখনই হঠাৎ রাস্তায় গণসংযোগ করতে দেখা যায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মাও. মোঃ ইসরাফিল হোসেন সাভারী কে। তিনি আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসন থেকে নির্বাচন করবেন বলে জানান।
কাজী মাও. মোঃ ইসরাফিল হোসেন সাভারী বলেন, আমার প্রচারণায় নেই কোন মাইক, আছে শুধু সাভার-আশুলিয়া মানুষের ভালোবাসা। তাই আমি মানুষের দ্বারেদ্বারে ছুটে যাচ্ছি এবং ভোট চাচ্ছি । সাভার ও আশুলিয়ার জনগণ আমাকে ভালোবাসে তারা আমাকে অবশ্যই তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি সাভারে নদী দুষণ, নদী ভরাট এবং খাল ভরাটসহ নানান অপকর্মে লিপ্ত বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ও খারাপ লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গরীব লোকদের পক্ষে কথা বলবেন বলে জানান তিনি। সবাইকে কোন ভয় না পেয়ে ভোট দিতে আসতে বলেন তিনি এবং তাদের পছন্দের প্রার্থী কে নির্বাচিত করতে আহ্বান জানান।
কাজী মাও. মোঃ ইসরাফিল হোসেন সাভারী তিনি ন্যাশনাল পিপলস পার্টি( এনপিপি) কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি ঢাকা ১৯ আসন থেকে আম মার্কায় নির্বাচন করছেন। তার গ্রামের বাড়ি আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply