মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আজ সোমবার (১১ই মার্চ ২০২৪ইং) গোপন সংবাদের ভিত্তিতে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন পশ্চিম শৈলডুবি ও সুলতান মার্কেট, কাশিমপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। উক্ত অভিযানে নেতৃত্বে দেন জোবিঅ-আশুলিয়া ব্যবস্থাপক প্রকৗশলী আবু সাদাৎ মোঃ সায়েম ।
এসময় জোবিঅ-আশুলিয়া ব্যবস্থাপক প্রকৗশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, জোবিঅ-আশুলিয়া আওতাধীন পশ্চিম শৈলডুবি ও সুলতান মার্কেট, কাশিমপুর এলাকায় অবস্থিত চারটি পয়েন্ট থেকে একটি কুচক্রি মহল আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ প্রায় তিন কিলোমিটার ব্যাপী অবৈধ লাইন সহ বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে আসছে। আমরা উক্ত এলাকায় অভিযান চালিয়ে চারশত মিটার অবৈধ পাইপ লাইন তুলে ফেলেছি এবং প্রায় আটশত বসতবাড়ির অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জোবিঅ-আশুলিয়ার আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তিতাসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, মোঃ সাকিব বিন আব্দুল হান্নান (উপ- ব্যবস্থাপক, জোবিঅ- সাভার), প্রকৌঃ আসোয়াত হোসেন (সহকারী প্রকৌ, জোবিঅ- আশুলিয়া ), মোঃ সুমন আলী ( উপ -সহকারী প্রকৌ, জোবিঅ- আশুলিয়া ), মোঃ তৌহিদুল ইসলাম ( উপ-সহকারী প্রকৌ, জোবিঅ- সাভার), গোলাম সরোয়ার ( উপ -সহকারী প্রকৌ, জোবিঅ-আশুলিয়া) সহ আশুলিয়া জোনাল বিপণন অফিসের তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply