বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ আজ সোমবার (০৫ মে ২০২৪ইং) দিনব্যাপী আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে জোবিঅ- আশুলিয়ার আওতাধীন ইউসুফ মার্কেট ও তাজপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়।
এসময় ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, ইউসুফ মার্কেট ও তাজপুরের বিভিন্ন এলাকায় ০২টি পয়েন্ট থেকে দুই কিলোমিটার এলাকা জুড়ে সাতশতটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয় এবং অপসারিত পাইপের পরিমাণ প্রায় ৬০০ মিটার। বিচ্ছিন্ন করতে গিয়ে দেখতে দেখা যায়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অতন্ত ঝুকিপূর্ণ ভাবে অসংখ্য বাসা-বাড়িতে দুই ইঞ্চি, এক ইঞ্চি প্লাস্টিক পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়। যা খুবই ঝুকিপূর্ণ। এসব অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিতাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোবিঅ- আশুলিয়া উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান (জোবিঅ-সাভার), প্রকৌঃ আসোয়াত হোসেন (সহকারী প্রকৌ, জোবিঅ- আশুলিয়া ), মোঃ সুমন আলী ( উপ-সহকারী প্রকৌ, জোবিঅ- আশুলিয়া ) সহ আশুলিয়া জোনাল বিপণন অফিসের তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply