বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিবপুর (নরসিংদী) আনোয়ার হোসেন স্বপনঃ মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলায় বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) সকালা ১০টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মীরা সমবেত হয়।
বেলা ১১টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিজয় র্যালী শিবপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি বেলা ১টায় শিবপুর কলেজ গেইট উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালীটিতে নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও নরসিংদীর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সদস্য সচিব মুনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারসহ পৌরসভা ও উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা এবং উপজেলা বিএনপির সকল নেতাকর্মীরা।
র্যালী শেষে শিবপুর কলেজ গেইট উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব মুনজুর এলাহী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা যুবদলের সদস্য সচিব, আপেল মাহমুদ সুমন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply