মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জাহেদুল হাসান জিতু (২৭) নামে বেসরকারী ব্যাংকের এক কর্মকর্তা মৃত্যু হয়েছে। শুক্রবার ২ আগষ্ট সন্ধ্যায় উপজেলার বালিখলা হাসানপুর হাওড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহেদুল হাসান জিতু গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার পুরামিড এলাকার ইয়াছিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে হাওড়ে গিয়ে জাহিদুল হাসান জিতু সহ পানিতে গোসল করতে নামে। এই সময় পানির স্রোতের টানে জিতু সহ তিন বন্ধু তলিয়ে যায়। পরে তিন বন্ধুর সাঁতার কেটে তীরে উঠতে পারলেও জিতু নিখুঁজ হন। সন্ধ্যায় জিতুর মরদেহ পানিতে ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply