মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
আজকের দিগন্ত অনলাইন ডেস্কঃ— ট্রেন আসতে দেরী অথবা লম্বা ট্রেন যাত্রা। এক ঘেয়ে লাগছে? ভাবছেন কি করা যায়, চিন্তা নেই, এই বার সেই সমস্যার মুশকিল আসান করবে রেল। ট্রেন বা স্টেশনের বিশেষ ওয়াই-ফাইয়ের সাহায্যে সহজেই দেখতে পাবেন সিনেমা, গান, জনপ্রিয় টিভি শো। পুরোপুরি বিনামূল্যে।
রেলমন্ত্রী পীযূষ গয়াল টুইট করে রেলের এই অভিনব পদক্ষেপের কথা জানান। “যাত্রীদের ভীষণ পছন্দ হবে এই পরিসেবা! খুব শীঘ্রই আপনার ফোনে আপনার প্রিয় সিনেমা, শো এবং গান স্ট্রিমিং করতে পারবেন।” রেলের এই নতুন পরিসেবার নাম দেওয়া হচ্ছে ‘রেলটেল’। জানা যাচ্ছে স্টেশনে ওয়াই-ফাই প্রদানকারী সংস্থাই এই পরিসেবার দায়িত্বে থাকবে। অনেকটা বিমানের ‘ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের’ পন্থায় বিনোদনের পরিসেবা দেবে রেল।
রেলের এক আধিকারিক জানান, রেলটেলের মাধ্যমে একাধিক ভাষায় সিনেমা, টিভি সিরিয়াল, মিউজিক ভিডিও, ধর্মীয় অনুষ্ঠান দেখা যাবে। চলন্ত ট্রেনে কীভাবে মিলবে ওয়াই-ফাই? চলন্ত ট্রেনে বাফার ছাড়া ভিডিও স্ট্রিম করার জন্য ট্রেনের কামরাতেই থাকবে মিডিয়া সার্ভার। সিনেমা, মিউজিক ভিডিয়ো, সিরিয়ালগুলিকেও নিয়মিত বদল করা হবে। এর ফলে যাত্রীরা আকর্ষিত হবেন বলে মনে করছেন।
তবে, বিনামূল্যে পরিসেবা দিয়ে লোকসানের পথে হাঁটতে নারাজ রেল। তাই এই ভিডিও স্ট্রিমিং-এর মাঝে মাঝেই থাকবে বিজ্ঞাপন। ইউটিউব বা নেটফ্লিক্সের ধাঁচে এই পদ্ধতিতে আয় হবে রেলের।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply