বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ— নরওয়ের রাজধানী অসলোয় এক মসজিদে শনিবার এক বন্দুকধারীর হামলায় একজন আহত হন। রবিবার স্থানীয় এক হোটেলে ঘটনাটি নিয়ে এক বিশেষ অনুষ্ঠান হয় যাতে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী এরমা সোলবার্গ।
হামলার ঘটনাটি বর্ণবাদী ঘটনা হিসাবে তদন্ত করবে নরওয়ে পুলিশ। পুলিশের মতে বন্দুকধারী ২০ বছর বয়সী নরওয়েজিয়ান নাগরিক। সে নূর ইসলামিক মসজিদ নামের ঐ মসজিদের কাছেই বসবাস করতো। বিস্তারিত আর কিছু বলা হয়নি।
সন্দেহভাজনের বাড়ীর পাশে শনিবার এক যুবতীর মৃতদেহ পাওয়া যায়। শনিবার ৭৫ বছর বয়সী এক লোক মসজিদে বসে কোরান পড়ার সময় বন্দুকধারী গুলী চালায়।
মসজিদের প্রধান ইরফান মুশতাক গুলির ঘটনার কিছুক্ষন পর মসজিদে ঢোকেন। তিনি বলেন তিনি মসজিদের মেঝেতে এলোপাথাড়ি কার্তুজ এবং কার্পেটে রক্ত দেখেন। বলেন আমি দেখি হামলাকারীর ওপর চেপে বসে আছে মসজিদের সদস্যরা।
—: সূত্রঃ voabangla :—
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply