বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে মাসুদ রানাঃ— গাইবান্ধার পলাশবাড়ীতে মৎস্য অধিদপ্তরের অর্থ বৎসরের রাজস্ব বাজেটের আওতায় ও উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুর ও শলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের পুকুরে এ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুত ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শ্রী প্রদীপ চন্দ্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম ও পোনামাছ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি শরিফুল প্রধান পল্লবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৩৭০.৩৭ কেজি ১০-১৫সেঃমিঃ আকারের রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলে উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা যায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply