বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— দেশব্যাপী ডেঙ্গু জ্বরের বৃদ্ধি পাওয়ায় এই রোগ প্রতিরোধের উপায় ও করনীয় সম্পর্কে সাভারে পুলিশের পক্ষ থেকে মাইকিং এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ সাভার থানা বাসষ্ট্যান্ড, বাজার বাসষ্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে বিভিন্ন গাড়ির যাত্রী, পথচারী ও শপিং মলে আগতদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ওসি এএফএম সায়েদ ডেঙ্গু কি? এর থেকে প্রতিরোধের উপায়, ডেঙ্গু জ্বরের লক্ষন ও করনীয় সম্পর্কে উপস্থিত জনসাধারনকে অবহিত করেন। এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। প্রতিটি বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে করে বাড়ির আশপাশে কোন ময়লা আবর্জনা না থাকে। ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, কলস, গাড়ীর পরিত্যাক্ত টায়ার, কৌটা, নারিকেল বা ডাবের খোসা ও রেফ্রিজারেটর এবং এসির তলায় যাতে পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ করেন তিনি। এছাড়া এ বিষয়গুলো সম্পর্কে নিজেদের পরিবার ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সচেতন করে তুলার জন্য সবার প্রতি আহ্বানও জানান তিনি।
লিফলেট বিতরনের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল বাশার, সাভার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোবিন্দ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মোঃ রওশন আলী, অর্থ-সম্পাদক তৌকির আহাম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply