মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে আব্দুস সোবহান মন্ডলঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে এ উপকরন তুলে দেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, থানার ওসি একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বোরজাহান কবির, আদিবাসী নেতা ফিলিমন বাস্কে, এমিলি হেমব্রম, প্রিসিলা মরমু প্রমুখ।
উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩৭০জন ও প্রাথমিক পর্যায়ের ৩০০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে ৪ লাখ টাকা বৃত্তি ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়। এছাড়াও ওই সম্প্রদায়ের দুইজন কৃষককে চাষাবাদের জন্য বিনামুল্যে দুটি পাওয়ার টিলারও প্রদান করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply