মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
বরিশাল থেকে নাজমুল সানিঃ— বরিশালে সনাতন র্ধমাবলম্বী হিন্দু সম্প্রদায় ব্যাপক আয়োজনে পালন করেছে ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের লাইন রোডের সন্মুখস্থলে এক সমাবেশে সভাপতত্বি করনে বরিশাল ধর্ম রক্ষিনী সভার সভাপতি রাখাল চন্দ্র দে।
অনুষ্ঠানের উদ্বােধন করেন বিসিসি মেয়র বসিসিি ময়ের সরেনিয়বাত সাদিক আব্দুল্লাহ’র সাদকি পক্ষে প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু।
এর আগে রামকৃষ্ণ মিশন আশ্রম এবং বিভিন্ন সংঘ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণাঢ্যর র্যালী এসে সমাবেশে যোগ দেয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএম কলেজ রোডের রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয়।
এছাড়া দিনটি পালনে নগরীর ধর্ম সভাগুলোতে দিনব্যাপী পদাবলী পাঠ, কীর্তন, গীতা ও ভগবত পাঠের আয়োজন করা হয়।র্যালী-সমাবেশসহ জন্মাষ্টমীর সকল অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলাবাহিনী।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply