মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় সাত্তার মিয়া (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকার শিশু তোষ স্কুলের সামনে এ ঘটনা ঘটে ।
নিহত সাত্তারের বাড়ি বরিশাল বলে জানা গেছে সে জৈনাবাজার এলাকায় ভাড়া থেকে ভ্যান গাড়ি চালাত ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পাঁচটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জৈনা বাজার এলাকায় নার্সারী থেকে ভ্যানে চারাগাছ উঠানোর সময় পিছন দিক থেকে ময়মনসিংহগামী রডভর্তি একটি ট্রাক (ঢাকা-মেট্রো ন-১৭-৫০১০) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায় ।
মাওনা হাইওয়ে থানার (এসআই) হরিদাস পাল জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply