মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে মোঃ আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শেখ আলী মোঃ গোলাম রব্বানীকে সভাপতি , সামিউল ইসলাম নোমানকে সাধারণ সম্পাদক ও রুহুল আমিন রবিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শনিবার বেলা ১১টায় এক সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা সদর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইস্তেকুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক আতিক বাবু, যুগ্ম সম্পাদক শিবলী আহম্মেদ সরকার দিপু, গাইবান্ধা সদর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এ জেট এম আল মনছুর, সহ সভাপতি এইচ এম আরাফাত, সাংগঠনিক সম্পাদক ভিপি ধরেন রায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা মিয়া আসাদুজ্জামান হীরু, শাহাবুল আলম, সাজেদুর রহমান স্বপন, আব্দুল্লাহ আল মামুন, শাহীনুল ইসলাম,সাইফুর রহমান প্রমুখ।
সভা শেষে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম জামালুর রহমান প্রধানের একমাত্র ছেলে শেখ আলী মোঃ গোলাম রব্বানী-কে সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মরহুম শফিকুল ইসলাম তোতার ছেলে সামিউল ইসলাম নোমানকে সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা নোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন রবিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply