মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
আজকের দিগন্ত অনলাইন ডেস্কঃ— আজিম চৌধুরী জমিদার বাড়ী পাবনা জেলার সুজানগর থানার দুলাই গ্রামে অবস্থিত । এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ী বলে সবার নিকট পরিচিত । বহু আগে জমিদার প্রথা প্রচলন থাকায় পাবনার দুলাই নামক গ্রামে এই জমিদার বাড়ীটি গড়ে উঠে । একজন মুসলিম জমিদার এই বাড়ীটি তৈরী করেন আনুমানিক প্রায় ২৫০ বছর পূর্বে । আজিম চৌধুরী নামে জমিদার বাড়ীটির নামকরণ করা হলেও এর আদি গোড়াপত্তনকারী জমিদার আজিম চৌধুরীর পিতা রহিম উদ্দিন চৌধুরী ।
জমিদার বাড়ীটিতে ১১টি গেইট আছে । জমিদার বাড়ীর ভিতরে একটি মসজিদ, একটি অন্দরমহল ও পুকুর আছে । জমিদার বাড়ীতে ৩টি নীলকুটি স্থাপন করেন । বাড়ীটির নিরাপত্তা রক্ষায় মুল ফটকে দুইটি হাতি ও কামান ছিল যাহা এখন জরাজির্ন অবস্থায় আছে । জমিদার বাড়ীর চারিপাশে দিঘীতে মাছ চাষ করা হয় । বর্তমানে জমিদার বাড়ীটি প্রায় ধ্বংসাবস্থায় আছে । জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার কারনে বাড়ীটি সরকারের হাতে চলে যায় । দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমিদার বাড়ীটি ১৯৯৪ সনে জমিদার বংশধরা ফিরে পান । এখন জমিদার বংশরা উক্ত জমিদার বাড়ীটি পরিচালনা ও দেখাশুনা করে থাকেন । বাড়ীটি যদি এখনও ভালভাবে মেরামত রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে পুরাতন ঐতিহাসিক স্থানটি যেমন রক্ষা পাবে তেমনটি বাড়ীটি অপরুপ সৌন্দর্য্যরে রুপ ফিরে পাবে বলে অনেকে মনে করেন ।
“মোঃ রাকিবুল হাসান ”
—: সূত্রঃ সুজানগর উপজলো তথ্য বাতায়ন :—
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply