মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে মায়ের সাথে অভিমান করে লিছান আক্তার (১৩) নামে ৬ষ্ট শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লিছান পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামের নূরুল ইসলামের মেয়ে। সে কেওয়া পূর্ব খন্ড কওমি মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী ছিল।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, ঘটনাস্থল থেকে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply